“ত্রাণ বিলি নিয়ে কোনও রকম গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে”, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 29, 2021

“ত্রাণ বিলি নিয়ে কোনও রকম গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে”, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের


ইয়াসের ত্রাণ বন্টনের সময় যাতে আমফানের মতো দুর্নীতি না হয় তা রুখতে যথেষ্ট সাবধান মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের ত্রাণ তাই দলীয় কর্মীদের হাতে না দিয়ে প্রশাসন মারফত সরাসরি দুর্গত মানুষদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি নিয়ে তিনি যথেষ্ট কড়া মনোভাব পোষণ করছেন।

ইয়াসের ত্রাণ বিলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসতে আসতে অনেক এলাকা দেখেছি। ইটভাটা থেকে শুরু করে কৃষিজমি, বাড়িঘর বিদ্যাধরী নদীর জলে জলমগ্ন হয়ে পড়েছে। যাতে দুর্গত সব এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোন দুর্গত মানুষ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হন। ত্রাণ বিলি নিয়ে কোনও রকম গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে।’

একুশের নির্বাচনের আগে আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। আগামী দিনেও যাতে তারা আর এরকম কোন অভিযোগ আনতে না পারে সেদিকে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেখতে হবে ত্রাণ শিবিরে যাঁরা আছেন, তাঁদের যেন কোনও সমস্যা না হয়। তাঁরা খাবার না পেলে পুলিশ কিন্তু বিডিওদের বলবে। আমি দেখতে চাই না, কারও কোনও খাবারে সমস্যা হয়েছে বা ত্রাণ নিয়ে কোনও বঞ্চনা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ এবং ত্রাণ দিতে হবে। বিশেষ করে নজর দিতে হবে শিশুখাদ্য এবং প্রসূতি মায়েদের দিকে। জল যতক্ষণ না পুরোপুরি সরছে, ততক্ষণ পানীয় জলের পাউচ, মাস্ক, খাবার পৌঁছে দিতে হবে।’

The post “ত্রাণ বিলি নিয়ে কোনও রকম গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে”, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/3i24GoU

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages