
ওয়াশিংটন: কয়েকদিন আগে করোনা প্রতিষেধকের প্রস্তুতপ্রণালী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে দিতে অস্বীকার করেছিলেন বিল গেটস। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন করোনা ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত নিল। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভারত ও দক্ষিণ আফ্রিকায় কোভিড ভ্যাকসিনের পেটেন্ট শিথিল করার প্রস্তাবে সমর্থন করলেন। ওষুধ ব্যবসায়ীরা যাতে আরও বেশি পরিমানে ভ্যাকসিন তৈরী করতে পারে সেই কারণে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (World Trade Organisation) এই সিদ্ধান্ত নিয়েছে। মুনাফা কমতে পারে তাই অনেক ফার্মা কোম্পানি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
বুধবার জো বাইডেনের প্রশাসনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন টাই জানান, ‘বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে যে সংকট চলছে এবং তা রুখতে বড় সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। টিকা তৈরির উপর Intellectual Property Rights তুলে নেওয়ার পক্ষেই সওয়াল করবে মার্কিন প্রশাসন। তবে সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও ভবিষ্যতে তা দৃঢ়ভাবে রক্ষা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।’
বিগত কয়েক সপ্তাহ ধরে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধু ও দক্ষিণ আফ্রিকার অন্যান্য কূটনীতিবিদরা বিভিন্ন মার্কিন আইন-প্রণেতা ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে টিকার উপর স্বত্ব তোলার অনুরোধে বৈঠক করে চলেছেন। বুধবার আমেরিকার ঘোষণায় বৈঠক সফল হয়। এর আগে ডেমোক্র্যাটদের একটা বড় অংশ প্রেসিডেন্টকে চিঠি লিখে পেটেন্ট প্রত্যাহারের প্রস্তাবের আর্জি জানিয়েছে। বিরোধী রিপাবলিকানরা অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
প্রসঙ্গত,কোভিডের দ্বিতীয় তরঙ্গে জর্জরিত ভারত ও দক্ষিণ আফ্রিকায় টিকার উৎপাদন বাড়াতে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক ও বায়োটেক কোম্পানিগুলিকে টিকা তৈরির প্রণালীর উপর পেটেন্ট সাময়িকভাবে শিথিল করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থাকে (WTO) অনুরোধ করে দুই দেশ। আর এবার সেই প্রস্তাবেই সায় দিল আমেরিকা।
উল্লেখ্য, কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। যা পূর্বের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। গত শনিবার ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী রেকর্ড গড়েছিল। তারপরে সংক্রমণের সংখ্যা কিছুটা কমতে দেখা যাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার শনিবারে রেকর্ডও ভেঙে দিল।
The post করোনা ভ্যাকসিনের পেটেন্ট জানবে সবাই! সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tiASGx
No comments:
Post a Comment