নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, নিরাপত্তা রক্ষীরাই বাজার করে সাহায্য করছেন বিধায়িকা চন্দনা বাউরিকে - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, নিরাপত্তা রক্ষীরাই বাজার করে সাহায্য করছেন বিধায়িকা চন্দনা বাউরিকে


একুশের বিধানসভা ভোটে কড়া টক্কর হয়েছে রাজ্যের যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপির মধ্যে তবে বাঁকুড়ার শালতোড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন চন্দনা বাউড়ি। পেশায় দিনমজুর চন্দনা বাউড়ির অভাবের সংসারে। স্বামীও রাজমিস্ত্রি তবে লকডাউনে কাজ হারিয়ে আপাতত বেকার। তার মধ্যেই নয়া সমস্যায় বিধায়িকা।

নির্বাচনের আগে থেকেই একজন পুলিশ নিরাপত্তারক্ষী সবসময় থাকতো তার সাথে। ভোট মিটতেই রাজ্যে হিংসার জেরে সকল বিজেপি বিধায়করাই পেয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা। তবে এক মাস পর থেকে নিরাপত্তা চেয়েছিলেন চন্দনা দেবী। কিন্তু ভাষার সমস্যার জন্য কেন্দ্রীয় নেতারা তা বুঝতে পারেননি এবং বাড়িতে হাজির হয়েছে চার নিরাপত্তাকর্মী। চারজনকে বাড়িতে থাকতে দিতেই অসুবিধায় পড়েছেন বিধায়িকা। প্রতিবেশীর বাড়িতে থাকছেন তারা।

এখন তার নিরাপত্তা লাগবেনা বলে ফেসবুকে জানিয়ে দিয়েছেন চন্দনা বাউড়ি। পাশাপাশি নুন আনতে পান্তা ফুরানো চন্দনা দেবীর সংসারে এতজনকে খেতে দেওয়াও সহজ কথা নয় আর সেইজন্যই নিরাপত্তাকর্মীরাই নিজেদের টাকায় বাজার এবং রান্নার সামগ্রী কিনে এনে সাহায্য করছেন চন্দনা দেবীকে।

The post নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, নিরাপত্তা রক্ষীরাই বাজার করে সাহায্য করছেন বিধায়িকা চন্দনা বাউরিকে appeared first on Kolkata Gossip.



from Kolkata Gossip https://ift.tt/34naMrR

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages