
দিন দিন আরো খারাপ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এর মধ্যেই রাজ্যে আগামীকাল নির্বাচনের ফলাফল। ভোট মিটতেই লকডাউন ঘোষণা করে দিয়েছে সরকার। আপাতত আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। তবে আগামী দিনে আরো বড়সড় লকডাউন হতে পারে বলে মনে করছেন অনেকে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষকে সাহায্য করার পোস্ট ছেয়ে গেছে। কার কোথায় অক্সিজেন লাগবে বা কার বেড দরকার হাসপাতালে এই পোস্টই এখন চোখে পড়ছে অহরহ।
এর মধ্যেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি একটি পোস্ট করে বলেন, ১৯ দিনের একটি শিশু হার্টের সমস্যায় ভুগছে। তার বাবা রাস্তায় বেডের জন্য ঘুরছে এবং মানুষকে শিশুটির সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন।
এরপরে এই পোস্টের কমেন্টে নেটিজেনরা আক্রমণ করেন রাজ কে। তাদের বক্তব্য রাজের এত টাকা থাকা সত্ত্বেও কেন একরত্তি শিশুকে সাহায্যের জন্য লোকের সাহায্য চাইতে হবে? এর উত্তর অবশ্য দিয়েছেন রাজ নিজেই। তিনি বলেছেন অনেক মানুষ সাহায্য করলে তবে অনেক বড় কাজ মরা সম্ভব হবে।
The post শিশুর সাহায্যের জন্য পোস্ট করে নেটিজেনদের আক্রমণের শিকার হলেন রাজ appeared first on Kolkata Gossip.
from Kolkata Gossip https://ift.tt/3vwenze
No comments:
Post a Comment