
দুবাই: রবিবার মেরি কম(Mary Kom) সোনা হাতছাড়া করার কয়েকঘন্টার মধ্যে সেই হতাশা ঢেকে দিয়েছিলেন পুজা রানি(Pooja Rani)। সোমবার পুরুষদের ফাইনালেও ভারত সোনা প্রত্যাশা করেছিল অলিম্পিকগামী অমিত পাঙ্ঘাল(Amit Panghal) এবং শিবা থাপার(Shiva Thapa) থেকে। টোকিও গেমসেও(Tokyo Olympics 2020) অমিত পদক জয়ের অন্যতম আশা। অথচ রবিবার মেরির মতোই সোমবার সোনা হাতছাড়া করলেন তিনি। অলিম্পিকগামী অমিতের পাশাপাশি সোনা হাতছাড়া করলেন শিবা থাপাও। তবে ৯১ কেজি বিভাগে অঘটন ঘটিয়ে পুরুষ বিভাগে একমাত্র সোনা এনে দিলেন সঞ্জিত(Sanjeet)।
গতবারের পদকসংখ্যাকে টেক্কা দিয়ে এবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপ(ASBC) থেকে সর্বাধিক পদক ঝুলিতে ভরল ভারত। কিন্তু সোনা জয়ের ক্ষেত্রে দু’য়ের গন্ডি পেরোতে ব্যর্থ হল তারা। দুবাই থেকে ২টি সোনা, ৫টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ নিয়ে ফিরছে ভারত। গতবছর ২টি সোনা সহযোগে সংখ্যাটা ছিল ১৩। ৫২ কেজি বিভাগে এদিন ফাইনাল ২০১৯ পুনরাবৃত্তি। টানা দু’বার উজবেক প্রতিদ্বন্দ্বী শাখোবিদিন জইরভের(Shakhobidin Zoirov) কাছে হেরে গেলেন অমিত। রুপো নিয়েই টোকিও গেমসে যাচ্ছেন যিনি। বরাবরের শক্ত প্রতিদ্বন্দ্বীর কাছে এদিন ২-৩ ব্যবধানে হারলেন অমিত।
অন্যদিকে ৬৪ কেজি বিভাগে মঙ্গোলিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একই ব্যবধানে হারলেন শিবা থাপা। এশিয়াডে(Asian Games) রুপোজয়ী শিবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে এটি দ্বিতীয় রুপো। তবে দিনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল ৯১ কেজি বিভাগে। রিও অলিম্পিকের রুপোজয়ী কাজাখস্তানের হেভিওয়েট বক্সারকে হারিয়ে সোনা জিতে নিলেন ভারতের হেভিওয়েট বক্সার সঞ্জিত। তাও আবার সহজেই। শীর্ষ বাছাই ভাসিলি লেভিতকে(Vassiliy Levit) ৪-১ ব্যবধানে পরাস্ত করে পুরুষ বিভাগে একমাত্র সোনা এনে দিলেন সেনাবাহিনীর সদস্য সঞ্জিত। প্রথম দুটি রাউন্ডেই সোনা জয় নিশ্চিত করে ফেলেন তিনি। শেষ তিন মিনিটে অভিজ্ঞ লেভিত প্রত্যাবর্তনের চেষ্টা করেও পারেননি।
উল্লেখ্য, রবিবার ৫১ কেজি বিভাগে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী নাজিম কিজাইবাই(Nazym Kyzaibay)-য়ের বিরুদ্ধে পরাজিত হয়ে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে কিংবদন্তি মেরি কম(Mary Kom)-কে। তবে টোকিও যাত্রার আগে ৭৫ কেজি বিভাগে সোনা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন পুজা রানি(Pooja Rani)। উজবেকিস্তানের মাভলুদা মভলোনোভাকে(Mavluda Movlonova) ৫-০ ব্যবধানে হারিয়ে রবিবার সোনা জিতে নেন তিনি। ২০১৯ পর টানা দ্বিতীয়বার এই নিয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পুজা। যদিও গতবার ৮১ কেজি বিভাগে লড়েছিলেন তিনি।
The post Asian Boxing Championship: সঞ্জিতের সোনা, রুপোতে থামলেন অমিত-শিবা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3yTigAU
No comments:
Post a Comment