Antibody Cocktail-র সাহায্যে এক সপ্তাহে করোনা মুক্তি! দাবি ডাঃ নাগেশ্বর রেড্ডির - News Hub

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 28, 2021

 Antibody Cocktail-র সাহায্যে এক সপ্তাহে করোনা মুক্তি! দাবি ডাঃ নাগেশ্বর রেড্ডির

হায়দরাবাদঃ দেশে মারণ মারণ ভাইরাস করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও উদ্বেগ এখনও কাটছে না। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশে বাঁধ সেধেছে বিপর্যস্ত স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালে শয্যার অভাব, মিলছে না পর্যাপ্ত অক্সিজেনও। এহেন সংকটজনক পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণই ভরসা সরকারের। তবে টিকা সরবরাহেও ঘাটতির অভিযোগ সর্বত্র। ঠিক এমন সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য আরও একটি চিকিৎসা পদ্ধতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। একচেটিয়া অ্যান্টিবডি ককটেল ভিত্তিক এই চিকিৎসায় রোগীদের কোভিড-সম্পর্কিত জটিলতাগুলি নিয়ন্ত্রণ করার কার্যকর উপায় হিসাবে দেখা হচ্ছে। হাসপাতালগুলিও এই চিকিৎসা গ্রহণ করতে শুরু করেছে।

এ সম্পর্কে কথা বলতে গিয়ে, হায়দরাবাদের এআইজি হাসপাতাল (AIG Hospitals Hyderabad) চেয়ারপারসন ডাঃ নাগেশ্বর রেড্ডি (Dr Nageshwar Reddy) জানান, এই ককটেলটি করোনা রোগীদের মাত্র এক সপ্তাহের মধ্যে সুস্থ হতে সহায়তা করতে পারে। তিনি এও বলেন যে, এআইজি হাসপাতাল করোনা রোগীদের জন্য এই চিকিৎসাটি ব্যবহার শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে এই চিকিৎসা করোনা রোগীদের আরটি-পিসিআর (RT-PCR) টেস্টে নেতিবাচক হয়ে উঠতে সহায়তা করতে পারে। এআইজি-তে আমরা একটি বড় গবেষণা চালিয়ে যাচ্ছি যেখানে আমরা ভাইরাসের ডাবল মিউট্যান্ট বিকল্পের বিরুদ্ধে এই চিকিৎসার কার্যকারিতা যাচাই করছি’।

অ্যান্টিবডি ককটেল (Antibody Cocktail) কী?

থেরাপিটি আক্ষরিকভাবে দুটি মনোক্লোনাল অ্যান্টিবডিগুলির (monoclonal antibodies) একটি ককটেল। অ্যান্টিবডিগুলি এমন কোনও প্রোটিন যা শরীর কোনও রোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি একটি বিশেষ রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়। জানা যাচ্ছে, এই চিকিৎসার ফলে করোনার (Corona) কম ও মাঝারি উপসর্গ রোগীদের হাসপাতলে ভর্তির প্রয়োজন পড়বে না।

প্রসঙ্গত, শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান ক্ষণিকের স্বস্তি বয়ে এনেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের। বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন।

The post  Antibody Cocktail-র সাহায্যে এক সপ্তাহে করোনা মুক্তি! দাবি ডাঃ নাগেশ্বর রেড্ডির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oY7SmD

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages